নিজস্ব প্রতিবেদক :
সোমবার সন্ধ্যায় তাকে রাজধানীর মধুবাগ থেকে গ্রেপ্তার করা হয়।
রমনা থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, রোববার রাতে ওই স্কুলছাত্রীর বাবা-মা তাদের নবজাতক শিশুকে নিয়ে আদ-দ্বীন হাসপাতালে ছিলেন। একা পেয়ে পাশের বাসার মানিক রাত ১২টার দিকে তাকে ধর্ষণ করে। সকালে বাবা-মা বাসায় আসলে তাদের কাছে বিষয়টি খুলে বলে ওই স্কুলছাত্রী। পরে তারা এ বিষয়ে রমনা থানায় একটি অভিযোগ (নং-৩৯) দায়ের করেন।
অভিযোগ পেয়ে পুলিশ মানিককে মধুবাগ থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে।