স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ২২ রানে হেরেছে বাংলাদেশ।
দলে নতুন মুখ দুইজন। তারা হলেন শুভাশীষ রয় ও মোসাদ্দেক হোসেন সৈকত।
ইনজুরির কারণে বাদ পড়েছেন আগের টেস্ট খেলা শফিউল ইসলাম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯ ওভার বল করে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ৩ ওভার বল করে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি।
ব্যাট হাতে প্রথম ইনিংসের ২৯ বল খেলে করেন ২ রান। আর দ্বিতীয় ইনিংসে ২ বল মোকাবেলা করে শূন্য রানে আউট হন।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড :
১. মুশফিকুর রহিম (অধিনায়ক)
২. তামিম ইকবাল খান (সহ-অধিনায়ক)
৩. সৌম্য সরকার
৪. ইমরুল কায়েস
৫. মুমিনুল হক
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. সাকিব আল হাসান
৮. শুভাগত হোম চৌধুরী
৯. সাব্বির রহমান রুম্মন
১০. মেহেদী হাসান মিরাজ
১১. তাইজুল ইসলাম
১২. কামরুল ইসলাম রাব্বি
১৩. মোসাদ্দেক হোসেন সৈকত
১৪. নুরুল হাসান সোহান
১৫. শুভাশীষ রয়।
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম টেস্টটি ২২ রানে জিতে নিয়ে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ইংল্যান্ড।