আন্তর্জাতিক ডেস্ক :
মঙ্গলবার ফ্লোরিডার মিয়ামিতে ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সিরিয়ায় নো ফ্লাই জোনের প্রস্তাব করেছেন। এটি রাশিয়ার যুদ্ধবিমানের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে অনেকে মনে করেন।
ট্রাম্প বলেন, ‘আপনারা যদি হিলারি ক্লিনটনের কথা শোনেন, তবে তৃতীয় বিশ্বযু্দ্ধ বাধাতে যাচ্ছেন। সে ক্ষেত্রে আপনারা শুধু সিরিয়া নয়, বরং সিরিয়া, রাশিয়া ও ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছেন। রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ এবং এমন পারমাণবিক শক্তিধর দেশ, যা অন্য দেশের মুখ বন্ধ রাখতে সক্ষম।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে নামানোর পরিবর্তে ইসলামিক স্টেটকে পরাজিত করার দিকে মনোযোগ দেওয়া।
হিলারি শিবিরের অভিযোগ, ট্রাম্প আমেরিকানদের ভয় নিয়ে খেলা করছেন।
এদিকে নিজের প্রার্থিতার পেছনে একত্র না হওয়ার জন্য রিপাবলিকানদের আক্রমণ করেছেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমাদের যদি দলীয় ঐক্য থাকত, তাহলে হিলারি ক্লিনটনের কাছে এই নির্বাচনে কখনোই পরাজিত হতাম না।’
তথ্যসূত্র : বিবিসি