নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মদকে কুপিয়ে জখম করেছে হাবীবুল্লা বাহিনীর সদস্যরা।
শনিবার সন্ধ্যায় নগরীর জামাইপাড়া এলাকার এ ঘটনা ঘটে। আহত কাউন্সিলরকে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার জানান, বন্দরের জামাইপাড়া এলাকায় সিটি করপোরেশনের নির্মাণকাজ চলছিল। ওই এলাকার সন্ত্রাসীরা সে কাজে বাধা দেয়। শনিবার সন্ধ্যায় সুলতান আহম্মদ এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় সন্ত্রাসী হাবীবুল্লা, রাজীব, পুকরা ফরিদ, সিরাজুল মিলে তাকে কুপিয়ে আহত করে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কাউন্সিলর সুলতান আহম্মদের সাথে জামাইপাড়া এলাকার কিছু লোকজনের তর্কবিতর্ক হয়েছে বলে শুনেছি। তাকে কুপিয়েছে কিনা আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ভোলাকান্দাইলের এশিয়ান হাইওয়ে (বাইপাস) এলাকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক র্যালিতে বাধা দেওয়াকে কেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় যুব দলের সহ-অর্থবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে র্যালিটি বের করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজীবের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই র্যালিতে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় হাইওয়ের প্রায় ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন,বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বুলবুল রাজ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বীরহাটাব এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। বুলবুল রাজ একই এলাকার আশরাফ রাজের ছেলে। বুলবুল মানসিক রোগী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল কবির জানান, দুপুরে বুলবুল রাজকে তার থাকার ঘরের ধরণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।