নিজস্ব প্রতিবেদক :
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানায় সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. শেখ আব্দুল কাদের বলেন, আলু রপ্তানিতে রাশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ফিলিপাইনে বাংলাদেশি আলু প্রবেশের বাধা রয়েছে। রাষ্ট্রীয়ভাবে আলু রপ্তানির বিরাজমান সমস্যা সমাধান হওয়া আবশ্যক।
এ সময় তিনি দেশের আলু রপ্তানিকে গতিশীল করতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে নগদ সহায়তা হার কমিয়ে দেওয়ার যে আদেশ দেওয়া হয়েছে তা উঠিয়ে নিয়ে আলু রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তার হার বহাল রাখতে হবে। বিশ্ববাজারে টিকে থাকার জন্য রপ্তানি বাজারকে চাহিদা অনুযায়ী রপ্তানি উপযোগী আলুর জাতের দ্রুত ছাড়করণ করতে হবে। রপ্তানি উপযোগী জাতের ঘাটতি মোকাবিলার জন্য রপ্তানিকারকদের ফসল গবেষণা কেন্দ্রে পরীক্ষাধীন যে কোনো জাতের ২৫ টন বীজ আলু আমদানির অনুমোদন দিতে হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।