আন্তর্জাতিক ডেস্ক : তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে শিশুসহ ৩০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন।
গভর্নর দফতর জানিয়েছে, প্রাদেশিক রাজধানী ফিরোজ কোহ’র উত্তর অংশে (মঙ্গলবার) রাতে পণবন্দী হিসেবে আটকে রাখা এসব ব্যক্তিদেরকে দায়েশ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
গতকাল ভোরে ঘোর প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে দায়েশের কমান্ডার নিহত হওয়ায় পাল্টা প্রতিশোধ হিসেবে সন্ত্রাসীরা এসব বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তবে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীটি এখনো আনুষ্ঠানিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করে নি।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশ সন্ত্রাসীরা যখন নতুন করে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে তখন এসব নৃসংসতার খবর এলো। দায়েশ আফগানিস্তানে এখন পর্যন্ত ২,৫০০ ব্যক্তিকে নিয়োগ দিয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।