নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় মালিতে এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতের নাম আবুল বাশার। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন তিনি।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ অক্টোবর নিহতের মরদেহ বাংলাদেশে ফেরত আনা হয়েছে। ২৪ অক্টোবর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় পাঠানো হয়।