স্পোর্টস ডেস্ক : আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি। টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি ও লোগো উন্মোচন করলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার গুলশানের এক অভিজাত হোটেলে আলো ঝলমলে পরিবেশে জার্সি ও লোগো উন্মোচন করা হয়।
আনন্দঘন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার কন্যা ও দলের কর্ণধার নাফিসা কামাল এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ দলের অন্যরা।
অনুষ্ঠানে হাজির হয়েছেন বিপিএলের আরেক দল ঢাকা ডায়নামাইটসের আইকন সাকিব আল হাসান। এরই মধ্যে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে। প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের বাইরে যারা রয়েছেন তাদের প্রস্তুত করতে বর্তমানে প্রতিটি ফ্রাঞ্চাইজি ব্যস্ত। এরই মধ্যে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে নতুন ফ্রাঞ্চাইজি রাজশাহী কিংস।