আন্তর্জাতিক ডেস্ক : উপাদান ও প্রযুক্তিগত দিক থেকে বর্তমানে ভারত এতটাই পরিপুষ্ট যে ৩৫৬ থেকে ৪৯২ পারমাণবিক বোমা বানাতেও সক্ষম তারা৷ এমনই তথ্য উঠে এসেছে পাক সংস্থা ইন্সটিটিউট অফ স্ট্র্যাটিজিক স্টাডিজ ইসলামাবাদের করা সমীক্ষার ভিত্তিতে৷ ‘ইন্ডিয়ান আনসেফগার্ডেড নিউক্লিয়ার প্রোগ্রাম’ নামের এই সমীক্ষাটি করেছেন আদিলা আজম, আহমেদ খান, মহম্মদ আলি ও সামির খান নামের চার পাক নিউক্লিয়ার স্কলার৷
জানা গিয়েছে, এই সমীক্ষার মাধ্যমে আদতে নয়াদিল্লির পারমাণবিক শক্তির প্রকৃত ক্ষমতা সামনে নিয়ে আসতে চেয়েছিল সমীক্ষকরা৷ এমনকি দেখা গিয়েছে যখন সমস্ত বিশ্ব পারমাণবিক শক্তি বৃদ্ধির দিকে এগোচ্ছে তখন ভারতেরই রয়েছে সবচেয়ে পুরানো ও বড় আনসেফগার্ডেড নিউক্লিয়ার প্রোগ্রাম৷ পাক অ্যাটমিক এনার্জি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আনসার পারভিন জানিয়েছেন, এই রিসার্চের মাধ্যমে ভারতীয় পারমাণবিক ক্ষমতা সম্পর্কে যে তথ্য উঠে এসেছে তা সাহায্য করবে নিউক্লিয়ার স্টাডিজের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও স্কলারদের৷