নিজস্ব প্রতিবেদক : দেশের কর্পোরেট প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ৫২টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। ১৩টি ক্যাটাগরিতে ২০১৫ সালের জন্য এ পদক দেওয়া হয়।
বুধবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে পুরুস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনসহ সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইসিএমএবি প্রতি বছর এ পুরস্কার প্রদান করে। প্রতি বছর এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
২০১৫ সালের পুরস্কারের জন্য ১৩টি ক্যাটাগরির মধ্যে রয়েছে-সরকারি বাণিজ্যিক ব্যাংক, বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক ও সাধারণ কার্যক্রম), ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, সাধারণ বীমা কোম্পানি, ওষুধ, বিদ্যুৎ, বগুজাতিক কোম্পানি, সিমেন্ট খাত, বস্ত্র খাত, এনজিও ও বিশেষ ক্যাটাগরি।