নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর উপজেলায় মাছের ঘের দখল নিয়ে দুগ্রুপের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন পিএমখালী ইউনিয়নের মোহেছনিয়া পাড়ার মোহাম্মদ মমতাজের ছেলে আরিফ উল্লাহ (২৫), একই এলাকার আকতার হোসেনের ছেলে নবী উল্লাহ (৩০), আবুল হোসেনের ছেলে মেহের আলী (৪০), মৃত আমান উল্লাহর ছেলে আব্দুর রহিম (৩৯), আবু বকরের ছেলে মোহাম্মদ মমতাজ (৪৫), রামু উপজেলার চাকমারকূল এলাকার আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ তুষার (১৯), আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মার্শাল (৩০) ও মকবুল আহমদের ছেলে রেজাউল করিম (৪০)।
কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া বলেন, একটি মাছের ঘের নিয়ে মোহেছনিয়া পাড়ার মমতাজের সঙ্গে রামু উপজেলার চাকমারকূল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে মার্শালের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে শনিবার রাতে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ। এতে উভয়পক্ষের আটজন গুলিবিদ্ধ হয়েছেন।