নিজস্ব প্রতিবেদক :
শনিবার রাতে তাকে জুরাইন এলাকা থেকে আটক করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাবা মহর আলীকে (৬০) হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে সুমনকে আটক করা হয়েছে।
এর আগে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে জুরাইন মেডিক্যাল রোডের ৩৩৩/৩ নম্বর বাড়িতে বাবাকে গলা কেটে হত্যা করে সুমন।
সুমনের পরিবার থেকে জানায়, তিনি অনেক দিন ধরে মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানো হয়। তিন দিন আগে সে দেশে ফেরে।