বিনোদন ডেস্ক: করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির কয়েক ঘণ্টা আগে ছবিটি কাহিনি ফাঁস হয়ে গেছে। কয়েক মাস ধরেই ছবিটি নিয়ে বিতর্ক চলছে। প্রথমে ছবি মুক্তি এবং চোরাগোপ্তা প্রচার নিয়ে অজয় দেবগণের সঙ্গে বিতর্কে জড়ান করণ জোহর।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয়ের ‘শিবায়ে’ একই দিনে মুক্তি পাচ্ছে। অজয়ের অভিযোগ ছিল ‘শিবায়ে’-কে খাটো করতে টুইটারে নকল যুদ্ধ চালাচ্ছিলেন করণ। এর জন্য একজনকে কয়েক লাখ টাকাও দেওয়া হয়েছিল। এই বিতর্ক সামলে উঠতে না উঠতেই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’বিতর্কে পড়ে ছবিতে থাকা পাকিস্তানি অভিনেতাকে নিয়ে।
উরি সন্ত্রাসের পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকিতে ভারত ছেড়েছেন পাকিস্তানি অভিনেতা, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীরা। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ অভিনয় করায় মহারাষ্ট্র নব নির্মাণ সেনার নির্দেশে করণকে এরইমধ্যে সেনা তহবিলে পাঁচ কোটি টাকা দান করতে হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রণবীর কাপুর ও ঐশ্বরিয়ার ঘনিষ্ট দৃশ্য নিয়েও মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছিল।
এতসব বিতর্কের মধ্যেও ছবি মুক্তির কয়েক ঘণ্টা আগে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এর জন্য এতবড় ধাক্কা অপেক্ষা করছে তা ঠাহর করতে পারেননি করণ জোহর।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ ঐশ্বরিয়া রাই এর স্বামীর ভূমিকায় শাহরুখ খান অভিনয় করেছেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু, এই নিয়ে ঐশ্বরিয়া বা করণ জোহর কিংবা প্রোডাকশনের অন্য কেউ এতদিন টু শব্দটিও করেননি। আসলে ঐশ্বরিয়া এবং শাহরুখের রসায়নকে ছবির ‘সারপ্রাইজিং এলিমেন্ট’ বলেই গণ্য করেছেন করণ জোহর। আর তাই, শাহরুখের অভিনয়ের চ্যাপ্টারটা পুরোপুরি অস্বীকার করে যাওয়া হয়েছিল। কিন্তু, ছবি মুক্তির কয়েক ঘণ্টা আগেই, ফাঁস হয়ে যায় শাহরুখ ও ঐশ্বরিয়ার অভিনয়ের দৃশ্য। আর সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে টুইটার ও ফেসবুকে।