আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় তৎপর মার্কিন সমর্থিত জঙ্গিরা মাত্র ৮ মাসে ১৬,০০০ মানুষকে হত্যা করেছে। রাশিয়া এ অভিযোগ করে বলেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের হাতে এসব মানুষ নিহত হয়।
জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশন আজ এক বিবৃতিতে জানিয়েছে, “দৃশ্যত মার্কিন নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠীগুলো ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ২,০৩১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে; যার ফলে ৩,৫৩২ জন সামরিক ও ১২,৮০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।”
বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় অভিযান চালানোর পাশাপাশি যুদ্ধবিরতি ঘোষণার ক্ষেত্রেও দামেস্ক সরকারের অনুমতি নিচ্ছে রাশিয়া। সিরিয়ার বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো দেশ বাশার আসাদ সরকারের সঙ্গে পরামর্শ করতে বাধ্য। কিন্তু ওয়াশিংটন সিরিয়ার সরকারের পরিবর্তে কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করছে।
জাতিসংঘের রুশ মিশন আরো বলেছে, রাশিয়া যেকোনো যুদ্ধবিরতির বিষয়ে সিরিয়া সরকারের সম্মতি নেয় বলে তা কঠোরভাবে বাস্তবায়নের গ্যারান্টি দিতে পারে। কিন্তু আমেরিকার পক্ষে জঙ্গিদের পক্ষ থেকে সেরকম কোনো গ্যারান্টি দেয়া সম্ভব হয় না। আর এ কারণেই গত আট মাসে এসব জঙ্গির হাতে ১৬,০০০ মানুষ নিহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।