আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ পদত্যাগ করেছেন। পাকিস্তানের সামরিক এবং বেসামরিক শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক নিয়ে একটি খবর ফাঁস করার সঙ্গে জড়িত থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন তিনি।
পাক প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সুষ্ঠ স্বতন্ত্র তদন্তের স্বার্থে তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়। এতে ইংরেজি দৈনিক ডনে প্রকাশিত বৈঠক সংক্রান্ত বিতর্কিত খবরকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হয় আন্তর্জাতিক ভাবে একঘরে হওয়ার পরিস্থিতির মোকাবেলা করুন: সামরিক বাহিনীকে বলেছে বেসামরিক প্রশাসন শীর্ষক খবরটি দৈনিক ডনে চলতি মাসের ৭ তারিখে প্রকাশিত হয়। এর আগে, খবরের সাংবাদিক সিরিল আলমেইদা’র পাকিস্তান ত্যাগের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
পাক সেনাবাহিনী এ খবরের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। চলতি মাসের ১৪ তারিখে কোর কমান্ডারদের বৈঠকে ‘মিথ্যা এবং বানোয়াট’ খবরকে পাকিস্তানের নিরাপত্তার লঙ্ঘন বলে অভিহিত করা হয় বলে পাক সামরিক বাহিনীর গণ সংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছিল।
এই বিতর্কিত খবর ফাঁস করার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখার জন্য চলতি মাসের ১৮ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানকে ব্যক্তিগত ভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
এদিকে তথ্যমন্ত্রীর পদ থেকে রশিদকে ‘বরখাস্তের’ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইয়ের প্রধান ইমরান খান। টুইট বার্তায় তিনি বলেন, খবর ফাঁস করে দেয়ায় এক মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। অপর এক মন্ত্রী পাকিস্তান ছেড়ে ‘পালিয়ে’ গেছেন। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দুবাই সফরে যাওয়ার প্রতি ইঙ্গিত করে এ দাবি করেন ইমরান।