নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা নির্বাচনে অংশ নেব এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যা বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী নির্বাচনে কেউ জনগনের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙ্গে ফেলা হবে।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সভায় তিনি এসব বলেন। বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুতে এই সভার আয়োজন করে জিয়া পরিষদ।
জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ি কমিটির সদস্য আমির খসরু মাহমুদদ চৌধুরী, ফজলুল হক মিলন, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো: শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।