আন্তর্জাতিক ডেস্ক :
রোববার ইসলামাবাদের বানি গালা এলাকা থেকে খাইবার পাখতুন খোয়া প্রদেশের রাজস্ব মন্ত্রী আমিন গান্দাপুরের ব্যক্তিগত গাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার একটি তল্লাশি চৌকিতে আমিনের গাড়ি থেকে পাঁচটি একে-৪৭ রাইফেল, ছয়টি ম্যাগজিন, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, মদ ও তিনটি টিয়ার গ্যাস সেল উদ্ধার করেছে। এ ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। অবশ্য আমিনকে ছেড়ে দেয়া হয়েছে।
তবে, আমিন গান্দাপুর পুলিশের এই দাবি নাকচ করেছেন।
তিনি বলেছেন, তার গাড়িতে লাইসেন্স করা দুটি একে-৪৭ রাইফেল ছিল। এগুলোর একটির লাইসেন্সও গাড়িতে ছিল। পুলিশ লাইসেন্সটি নিয়ে গেছে।
প্রসঙ্গত, পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার সমর্থকদের প্রয়োজনে পাহাড় ডিঙ্গিয়ে হলেও বানি গালায় তার বাসভবনের সামনে আসার নির্দেশ দিয়েছেন। ২ নভেম্বর ইমরান ঘোষিত রাজধানী অচল করে দেওয়ার আহ্বানে সাড়া দিয়ে দলের নেতাকর্মীরা আসা শুরু করলে পুলিশ তাদের বাধা দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে দলের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।