‘সোমবার চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন ’
Posted by: admin
November 2, 2015
in বিনোদন
Leave a comment
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন মৌসুমীর জন্মদিন সোমবার(০৩ নভেম্বর)। নিরবেই কাটবে এবারের জন্মদিন। দেশের সার্বিক পরিস্থিতি আর প্রিয় মানুষদের হারানোর শূন্যতা নিয়ে জন্মদিন উদযাপন করতে চান না এই গুণী অভিনেত্রী। তবুও রাত ১২টায় মৌসুমীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী ও তাদের সন্তান ফারদিন ও ফাইজা।
এ প্রসঙ্গে ওমর সানী বলেন, মৌসুমী চাচ্ছে তার জন্মদিনটি এবার নিরবেই কাটুক। আমি বললাম কেন? বললো, আওলাদ ভাইয়ের মৃত্যু আদিল ভাইয়ের মৃত্যু এবং আমাদের দিতি আপা অসুস্থ অবস্থায় হাসপাতালে। চোখ ভিজে গেলো।’
ওমর সানী আরো বলেন, ‘মৌসুমীর কথার সঙ্গে আমি একমত। নিরবতার সাক্ষী থাকলো মৌসুমীর জন্মদিনটি। আল্লার কাছে প্রার্থনা করি দিতি আপা সুস্থ হয়ে উঠুক। তবে রাত ১২টায় ছোটো করে বলেছি হ্যাপী বার্থডে মৌসুমী।’
ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক হয় ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমায় সালমান শাহ’র সঙ্গে জুটি হন এ অভিনেত্রী। প্রথম ছবিতেই নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনেই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
2015-11-02