নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকায় গারো তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন রুবেলকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাতে বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ত্রাস বলে পরিচিত রুবেল হোসেনের (২৬) বিরুদ্ধে। সর্বশেষ গত ২৫ অক্টোবর রাজধানীর বাড্ডায় এক গারো তরুণী ধর্ষণ করে রুবেল হোসেনসহ স্থানীয় বখাটেরা। ওই ঘটনায় সালাউদ্দিন নামে এক সহযোগী গ্রেফতার হলেও মূল হোতা রুবেল ছিল ধরা ছোঁয়ার বাইরে।
ঘটনার পর অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ৭ দিনের সময়সীমা বেঁধে দেন। এরপর ১৮ দিন পর রুবেলকে গ্রেফতার করা সম্ভব হলো।