আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ মাস বিরতি দিয়ে আবারও একক সরকার গঠন করতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোয়ানের দল ক্ষমতাসীন (অন্তর্বর্তীকালীন) জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। রোববারের (১ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তারা। একক সরকার গঠনের জন্য সংসদে ২৭৬ আসন প্রয়োজন হলেও একেপি পেয়ে গেছে ৩১৬ আসন।
দেশটির নির্বাচন কমিশন সূত্রের বরাত দিয়ে সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।