হলিউডের তারকা জর্জ ক্লুনি ও সান্দ্রা বুলক। বহুদিন থেকেই তাঁরা বন্ধু, কিন্তু কখনোই প্রেমের সম্পর্কে জড়াননি তাঁরা। ‘গ্র্যাভিটি’ ছবির পর নতুন আরেকটি ছবিতেও জুটি বেধেছেন দুজন। দিনকয়েক আগে সান্দ্রা সম্পর্কে কথা প্রসঙ্গে রসিকতা করে ক্লুনি বলেছেন, সান্দ্রা তাঁর ‘বস’!
বন্ধুকে ‘বস’ বলা! ক্লুনির এ বিষয়টাকে কীভাবে নিয়েছেন সান্দ্রা। চলুন শোনা যাক, সান্দ্রা বুলক জর্জ ক্লুনির এ কথার জবাবে কী বলেছেন!
তাঁদের এই গভীর বন্ধুত্ব প্রসঙ্গে বছর দু-এক আগে একবার সান্দ্রা বুলক জানিয়েছিলেন, ক্লুনি ও তাঁর মধ্যে অধিকাংশ বিষয়েই খুব মিল বলেই হয়তো তাঁদের মধ্যে প্রেম হয়নি। বন্ধুই থেকে গেছেন তাঁরা। আর বন্ধুত্বটা গভীর না হলে এ রসিকতায় নিশ্চিত গাল ফোলাতেন বুলক। এদিকে, ‘বন্ধু’ সান্দ্রার ওপরে গভীর আস্থা আছে বলেই হয়তো ক্লুনি তাঁকে নিয়ে এমন রসিকতা করেছেন!