বিনোদন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে আসে ঐশীর প্রথম একক এ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। এ্যালবামটি প্রকাশের মধ্য দিয়েই সঙ্গীত জগতে পরিচিতি আসে তার। পরে আরও কয়েকটি মিশ্র এ্যালবামে গেয়েছেন ঐশী। সেই ধারাবাহিকতায় গত ঈদুল আজহায় ‘খুব খেয়াল কইরা’ নামের একটি ফোক গানের এ্যালবামে প্রকাশিত হয় ঐশীর গাওয়া ‘প্রেম মাজারের পীর’ শিরোনামের একটি গান। এবার প্রকাশিত হলো গানটির মিউজিক ভিডিও।
‘খুব খেয়াল কইরা’ এ্যালবামটি ঈদুল আজহায় প্রকাশ করে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক। মঙ্গলবার থেকে গানটির ভিডিও দেখা যাচ্ছে ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর করেছেন লুৎফর হাসান এবং সঙ্গীত আয়োজন করেছেন মার্সেল।
ফোক ধাঁচের এই গানটির ভিডিও নির্মাণের কাজ করেছেন তরুণ নির্মাতা দিনার হাসান এবং এডিটিং করেছেন আহসান ইসলাম হারুন।
গানটি প্রসঙ্গে ঐশী বলেন, “অনেক সুন্দর একটি গান ‘প্রেম মাজারের পীর’। আমি চেষ্টা করেছি ভাল গাওয়ার। ভিডিওটিও অনেক সুন্দর হয়েছে। আশা করি সবার ভাল লাগবে।”
জানা গেছে, শিগগিরই ঐশীর আরেকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবে ঈগল মিউজিক। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ নভেম্বর থেকে ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে পাবেন দর্শকরা।