রাজধানীর হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে একটি মাইক্রোবাস পানিতে পড়ে গেছে। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে হাতিরঝিলে পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রিজের ওপর দিয়ে গাড়িটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর ব্রিজের রেলিং ভেঙে লেকে পড়ে যায়। পরবর্তীতে চালক নিজেই দরজা খুলে বের হয়ে আসে। এ ঘটনায় চালক সামান্য আহত হয়। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যায় বলে জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়, দুর্ঘটনাকবলিত ওই গাড়িটিতে চালক ছাড়া আর কেউ ছিল না।
এ ঘটনার সত্যতা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই মো. কবির হোসেন।