শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানে জিতে বাংলাদেশ ক্রিকেট দল গড়েছে রেকর্ড। অন্যদিকে শ্রীলঙ্কাবধে উল্লাসে মেতে ওঠা বাংলাদেশি সমর্থকরাও দেখাল অনন্য দৃষ্টান্ত । ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম পরিষ্কার করেছেন তারা। যে যার মত করে নিজের হাতেই সরিয়ে নিয়েছেন পুরো স্টেডিয়ামের ময়লা । যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে। টুইটার, ফেসবুকে বাংলাদেশিদের এমন কাজে সবাই বাহবা দিচ্ছেন।
শনিবার বাংলাদেশি দর্শকে ভরে ওঠে পুরো দুবাইস্টেডিয়াম। ম্যাচ চলাকালীন প্রতিটা সময় বিভিন্নভাবে বাংলাদেশি ক্রিকেটারদের অনুপ্রেরণা দেন সমর্থকরা। কখনওবা ‘তামিম, তামিম’ বলে উল্লাসে পুরো গ্যালারি কাঁপছিল। আবার কখনওবা ‘মুশফিক’ বলে।
শ্রীলঙ্কা ব্যাটিংয়ে তেমন একটা দাঁড়াতে পারেনি। দ্বিতীয় ইনিংসে পুরো ম্যাচ ছিল বাংলাদেশের দখলে। তাই বড় একটা ব্যবধানেই জিতে যায় বাংলাদেশ।
দুবাইতে সমর্থকদের সমর্থন নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ মাঠে এসে আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। এ জয় আপনাদের।’