নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজার সংলগ্ন চন্দনকান্দি নামক স্থানে শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে একটি সিএনজিকে লড়ি চাপা দিলে ঘটনাস্থলে মা ও ছেলে মারা যায়।
নিহতরা হলো- পূর্বধলা উপজেলার ভবের বাজার এলাকার নজরুল ইসলামের স্ত্রী মদিনা আক্তার (৪০) ও ছেলে শুভ (১০)।
নিহতের স্বজনরা জানায়, মদিনা ও শুভ সিএনজি করে কেন্দুয়া যাচ্ছিল।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রামপুর বাজার সংলগ্ন চন্দনকান্দি নামক স্থানে পৌঁছলে পিছন দিক থেকে একটি লড়ি এসে সিএনজিকে চাপা দিয়ে চলে যায়।
এ সময় গুরুতর আহত হয় মদিনা ও শুভ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।