বুধবার পবিত্র ওমরাহ হজ পালন করেছেন ইমরান খান
মঙ্গলবার সৌদি পৌঁছেছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে এটা তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। আজ বুধবার পবিত্র ওমরাহ হজ পালন করেছেন তিনি।
এ সময় ইমরান খানের জন্য পবিত্র কাবা শরীফের দরজা খোলা হয়। পবিত্র কাবা শরীফের ভেতরে প্রবেশ করার সুযোগ পান তিনি।
সবার জন্য কাবা শরীফের ভেতরে প্রবেশের অনুমতি মেলে না। কিন্তু এই বিরল সুযোগ পেলেন ইমরান খান। সে সময় তিনি মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।