নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি গায়েবি মসজিদ এলাকায় মঙ্গলবার সকালে মা মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মনে করছে এটি একটি খুনের ঘটনা। সকালে স্থানীয় জনসাধারণ লাশ দুটি দেখতে পান।
পুলিশ জানায়, নিহতরা হলেন- মা হোসনে আরা (৫০) এবং মেয়ে পারভিন (২২)। এদের একজনের লাশ ঘরের বাইরে অপরজনের লাশ ঘরের ভেতরে পড়ে ছিল।
এব্যাপারে ডবলমুরিং থানার পরিদর্শক তদন্ত জহির হোসেন ইত্তেফাককে বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ হত্যার আলামত পেয়েছে।
ধারণা করা হচ্ছে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে পারভিনের স্বামী রিকশাচালক মতিন পলাতক রয়েছেন। মতিনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর। গত প্রায় এক বছর আগে পারভিনের সাথে তার বিয়ে হয়েছিল। এরা এখানে একটি বাড়িতে ভাড়ায় বসবাস করছিল।