Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
এ পর্যন্ত বিএনপির মনোনয়নপত্র বাতিল হলো যাদের

এ পর্যন্ত বিএনপির মনোনয়নপত্র বাতিল হলো যাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সারাদেশে বিভিন্ন আসনে বিএনপির অনেক নেতার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা।

ফেনী-১ , বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা-৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ঝিনাইদহ-১ আসনে আব্দুল ওহাব, ঝিনাইদহ-২ আসনে মসিউর রহমান, পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনি, ঢাকা-৬ আসনে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা-১ আসনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফাহিমা হোসাইন জুবলি, ঢাকা-২ আসনে আমানুল্লাহ আমান, ঢাকা-১৯ আসনে কফিল উদ্দিন, ঢাকা-২০ আসনে বিএনপির আলহাজ্ব তমিজ উদ্দিন ও সুলতানা আহমেদ।

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৭ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-কাট্টলী) আসনে আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে আবু আহমেদ হাসনাত এবং আবদুল আলীম।

গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী, সুনামগঞ্জ-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির কোষাধক্ষ্য আব্দুস ছাত্তার ও আশরাফুল হক সুমন, নোয়াখালী-৪ আসন থেকে শাহীনুর বেগম, শেরপুর-১ সদর আসনের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী, ভোলা-১ সদর আসনে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, মৌলভীবাজার-১ আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী।

জামালপুর-১ আসনে সাবেক এমপি এম.রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার শামীম,  কিশোরগঞ্জ-১ আসনে শরীফুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অব.) আখতারুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনে সাইফুল ইসলাম সুমন, কিশোরগঞ্জ-৪ আসনে সুরঞ্জন ঘোষ, সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীন, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল,নোয়াখালী-৪ আসনে শাহীনুর বেগম।

সিলেট-৩ আসনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নাটোর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পঞ্চগড়-১ আসনে তৌহিদুল ইসলাম ও পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, মাদারীপুর ১ আসনে নাদিরা মিঠু, টাঙ্গাইল-১ আসনে ফকির মাহাবুব আনাম স্বপন ও টাঙ্গাইল-৬ আসনে নুর মোহাম্মদ খান, মানিকগঞ্জ-১ আসনে তোজাম্মেল হক, মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খান শান্ত ও আবিদুর রহমান খান রোমান, মানিকগঞ্জ-৩ আসনে আতাউর রহমান আতার।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

December 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Scroll To Top