দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডি’র রংপুর কার্যালয়ের এএসপি, এএসআইসহ ১০জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিনাজপুরের ডিবি পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হস্তান্তরের আদেশ হয়েছে। এ মামলায় সিআইডির রংপুর অফিসের এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসান উল ফারুক, মাইক্রোবাস চালক হাবিব, নিমনগর বালুবাড়ী এলাকার এনামুল হকের ছেলে ফসিহউল আলম পলাশসহ ১০জনের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।
গত বুধবার বিকালে এ ঘটনার শিকার চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের গাদুশাপাড়ার লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ওই মামলাটি করেন।
এর আগে দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় সিআইডির এএসপিসহ ৫ জনকে আটক করে পুলিশ। বুধবার বিকালে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের শিশির কুমার বসুর আদালতে তোলা হলে আদালত ৫ জনকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে সন্ধ্যায় ৫ জনকে জেলহাজতে নেয়া হয়। এছাড়াও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে অপহৃত জোহরা বেগম ও জাহাঙ্গীর আলমের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করা হয়েছে।
বিকাল মা-ছেলেসহ আটকদের দিনাজপুর ডিবি কার্যালয়ে রাখা হয়। এ ব্যাপারে রংপুর সিআইডির ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতা সুব্রত কুমারের সাথে কথা বললে সত্যতা স্বীকার করেন।