Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
‘বাংলাদেশে আইএস মানে মেড ইন যাত্রাবাড়ী আর টঙ্গী’

‘বাংলাদেশে আইএস মানে মেড ইন যাত্রাবাড়ী আর টঙ্গী’

খুলনা প্রতিনিধি :  র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের আইএস মানে মেড ইন যাত্রাবাড়ী আর গাজীপুরের টঙ্গী। সম্প্রতি ব্লগার খুনের পর আইএস এর দায় স্বীকার করে যে বার্তা দেয়া হয়েছে তা অনুসন্ধান করে জানা গেছে, মেইলগুলো এসেছিল ঢাকার যাত্রাবাড়ী আর গাজীপুর থেকে।’ তিনি বলেন, ‘লন্ডন ও ভারত থেকে আইএস সদস্যরা এসেছিল লোক সংগ্রহ করতে। র‍্যাব তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।’

সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসনের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, সম্প্রতি বিদেশী, পুলিশ, ব্লগার ও প্রকাশকসহ আটজনকে হত্যা করা হয়েছে। এর মাধ্যমে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অতীতের মতো এ অপচেষ্টা রুখে দেবে।

এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা রেঞ্জ ডিআইজি মো. মনিরুজ্জামান, খুলনা পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো. মোস্তফা কামালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

November 2015
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll To Top