স্টাফ রিপোর্টার : দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে জারি হওয়া অধ্যাদেশ আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন- ২০১৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অধ্যাদেশে যা ছিল, আইনে তাই থাকছে। কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিল পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।
আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার সিদ্ধান্ত হয়। এরপর গত ২ নভেম্বর অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়। রবিবার সংসদ অধিবেশন শুরু হওয়ায় সেই অধ্যাদেশকে এখন আইনে পরিণত করার উদ্যোগ নেয়া হলো বলে জানান তিনি।