মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, নওগাঁ শহরের গোস্তহাটির মোড়ে আফজাল ডিপার্টমেন্টাল ষ্টোরে ক্রেতা সেজে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা বিদেশী মদ কেনে। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদসহ দোকান কর্মচারী মিঠুকে আটক করে অফিসে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপরোক্ত দন্ডাদেশ ঘোষনা করেন। রোববার রাতেই সাজাপ্রাপ্ত মিঠুকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সহকারী পরিচালক রাজিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিস পৃথক অভিযান চালিয়ে শহরের আরজী-নওগাঁ মহল্লার আফজাল হোসেন মৃধার পুত্র সেলিম মৃধার (৩২) বাড়িতে অভিযান চালিয়ে ১২৮ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করেছে। তাদের উপস্থিতি টের পেয়ে সেলিম পালিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। পৃথক দুটি ঘটনায় উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫৬ হাজার টাকা বলে এডি নাজিউর রহমান জানিয়েছেন।