স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমরা কোনো সময় ফাঁকা আওয়াজ করি না। আমরা যা বলি, তাই করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা সত্য সেটাই বলতে বলেছেন। আমরা বলেছিলাম, নূর হোসেনকে দেশে ফেরিয়ে আনা হবে, এনেছি।’
তিনি বলেন, ‘নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে অনেকেই ধূম্রজালের সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।’
রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব মিলনায়তনে ক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সাত খুনের মামলার সব আসামিই এখন আইনের আওতায় আছেন। তদন্ত কর্মকর্তারাও তদন্ত করে এই মামলার চার্জশিট দাখিল করেছেন।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘যেসব সন্ত্রাসী ও আসামি বিভিন্ন দেশে পালাতক আছেন, তাদেরকে ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট আছি।