বিনোদন ডেস্ক : মারাঠা মন্দির থিয়েটার-এর সঙ্গে পরিচিত শাহরুখ-কাজল ভক্তরা। কারণ এই সিনেমা হলে দীর্ঘ ২০ বছর ধরে চলেছে এই জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি। ঐতিহ্যবাহী থিয়েটারটিতে এবার শাহরুখ-কাজলের নতুন ছবি ‘দিলওয়ালে’র প্রথম গান মুক্তি দেওয়া হলো।
‘গেরুয়া’ শিরোনামের গানটির সুর করেছেন প্রীতম চক্রবর্তী। গেয়েছেন অরিজিৎ সিং ও অন্তরা মিত্র। কোরিওগ্রাফিতে আছেন ফারাহ খান। দৃশ্যধারণ করা হয়েছে আইসল্যান্ডে।
রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’তে পাঁচ বছর পর ফের একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন শাহরুখ খান ও কাজল। এটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর। এতে আরও আছেন বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, জনি লিভার, বোমান ইরানি। ওই একই দিন মুক্তি পাবে সঞ্চয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’। এতে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।