নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার ফতুল্লা উপজেলায় গ্যাসের চুলা বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।
উপজেলার নতুন কোর্টতল্লা বড়বাড়ীর চারতলা ভবনের নিচতলায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মিনারা বেগম (২৮), তার স্বামী মনির হোসেন (৩৫), ছেলে মিনহাজ (৭), মিনারা বেগমের ভাতিজা আরিফ হোসেন (১৬) ও ভাগ্নে মো. রিমন (২৫)।
আহত মনির হোসেন জানান, তার স্ত্রী মনিরা বেগম সকালে রান্না চাপিয়ে শোবার ঘরে আসলে হঠাৎ চুলার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ইলেকট্রিক সুইসবোর্ডের উপর পড়লে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে তারা দগ্ধ হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। ছেলে মিনহাজকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থশঙ্কর পাল জানান, মিনারার শরীরের ৪০ শতাংশ, স্বামী মনির হোসেনের ২৩ শতাংশ, আরিফের মাজা আর বুক ও রিমনের হাত-মুখ পুড়ে গেছে।