বিদেশের শ্রমবাজারে বায়রার সকল সদস্যদের জন্য উন্মুক্ত করতে হবে। সউদীর শ্রমবাজারে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির ব্যবসা করার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বিদেশগমনেচ্ছু কর্মীদের বহির্গমন ছাড়পত্র দ্রুত ইস্যু করতে হবে। বহির্গমন ছাড়পত্র ইস্যুতে ধীরগতির দরুণ শ্রমবাজার হাত ছাড়া হবার আশঙ্কা রয়েছে। ঢাকাস্থ সউদী দূতাবাসে যেসব রিক্রুটিং এজেন্সি এ্যানলিস্ট হতে পারেনি তাদের এ্যানলিস্ট লাভের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। আসন্ন বায়রা দ্বি-বার্ষিক নির্বাচনে সদস্যবান্দব ব্যবসাবান্দব বায়রা প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তির কালো থাবা থেকে বায়রাকে রক্ষা করতে হবে। বুধবার রাতে নগরীর বিজয়নগরস্থ একটি হোটেলে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট দক্ষিণ আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় জোটের প্যানেল প্রধান ও বায়রার সাবেক মহাসচিব মো.রুহুল আমিন স্বপন এসব কথা বলেন। সংগঠনের আহবায়ক নাসির উদ্দিন মজুমদার সিরাজের সভাপতিত্বে এবং ফোরাব মহাসচিব মহিউদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বায়রার সভাপতি আলহাজ আবুল বাসার, বায়রার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ফিরোজ, হাবের সাবেক সভাপতি আব্দুল ছোবহান ভূঁইয়া (হাসান), বায়রার সাবেক সহসভাপতি কাজী মফিজুর রহমান, আটাবের সাবেক সভাপতি মনছুর আহমেদ কালাম, রাফার ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন, আটাবের সাবেক মহাসচিব আলসাম খান ও বায়রার যুগ্ম মহাসচিব এম টিপু সুলতান। বায়রা নেতা রুহুল আমিন স্বপন বলেন, ইতিপূর্বে এক ব্যক্তি সউদী ড্রপবক্স, সিঙ্গাপুরে সিন্ডিকেট করার ষড়যন্ত্র করেও সদস্যদের বাধার মুখে ব্যর্থ হয়েছেন। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আর কোনো ড্রপবক্স বরদাশত করা হবে না। বায়রা সভাপতি আলহাজ আবুল বাসার বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে বায়রা সদস্যদের স্বার্থে মানবপাচার আইন সংশোধন করা হয়েছে। এখন বায়রা সদস্যরা যখন তখন মানবপাচার আইনে হয়রানি থেকে রেহাই পেয়েছেন। তিনি স্মাট বায়রা প্রতিষ্ঠা করে বায়রাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বায়রা সভাপতি বলেন, আগামী আগস্ট মাসে প্রধানমন্ত্রী সময় দিলে বায়রার নবনির্মিত ট্রেনিং সেন্টার উদ্বোধনের উদ্যোগ নেয়া হবে। বায়রা সভাপতি বলেন, বায়রার ট্রেনিং সেন্টার নির্মাণকারী কোম্পানী সাড়ে ৫ কোটি টাকা লুটপাট করেছে। উক্ত দুর্নীতিবাজ কোম্পানীকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তিনি আসন্ন বায়রা নির্বাচনে স্মাট বায়রা গঠনে সম্মিলিত গণতান্ত্রিক জোটকে পূর্ণপ্যানেলে বিজয়ী করার অনুরোধ জানান।