বিনোদন ডেস্ক : জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলি, যিনি মীরাক্কেলের মীর বলেই পরিচিত, এসেছেন ঢাকায়। সেই একই কাজ, উপস্থাপনা। রোববার (২৯ নভেম্বর) রাতে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেই কলকাতা থেকে মীরের ঢাকায় আগমন। তবে অনুষ্ঠানে শুধু মীর একাই ছিলেন না, যোগ দিয়েছেন নওশীন।
মীরে মুগ্ধতা আছে নওশীনের। একসঙ্গে, পাশাপাশি দাঁড়িয়ে উপস্থাপনা করতে পেরে স্বাভাবিকভাবেই উৎফুল্ল তিনি। তাই খবরটা দিলেন, ‘মীরের সঙ্গে আজ আমি মঞ্চ ভাগাভাগি করে নিয়েছি।’
বাংলাদেশের কোনো উপস্থাপক এর আগে মীরের সঙ্গে অনুষ্ঠান করেননি এখানে। নওশীনই প্রথম। এশিয়াটিক ইভেন্টসের আয়োজনে আফতাব গ্রুপের ওই অনুষ্ঠান চলেছে ২৯ নভেম্বর দিনব্যাপী। পুরো দিনই ছিলেন মীর-নওশীন। জানা গেছে, সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কলকাতা ফিরে যাবেন মীর।