ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন নাট্যাভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী।
মুক্তির আগে চলচ্চিত্রটি নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্রটির পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির জাজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ, চলচ্চিত্রটির পরিচালক নাদের চৌধুরী, চলচ্চিত্রের অভিনয়শিল্পী মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, কাজী শিলা, আনিসুর রহমান মিলানসহ অনেকে।
চলচ্চিত্রটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও সেরা নাচিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মোহনা মোস্তফা মোহনা মীম। এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, শহীদুজ্জামান সেলিম, রফিকুল্লাহ সেলিম, কাজী শিলা, নাদের চৌধুরীসহ মঞ্চের কয়েকজন তরুণশিল্পী। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।