পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শ্রীপুরের মধ্য জনপদ
মোবারক হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ গত ১৪ ডিসেম্বরের পর থেকে জমে উঠেছে শ্রীপুর পৌরসভার নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শ্রীপুরের মধ্য জনপদ। যেদিকে চোখ যায় আম-কাঁঠালের সারি সারি গাছের সাথে টানানো সারি সারি পোস্টার। রাস্তা-ঘাট, হাট-বাজার ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। সেই সাথে মাইকের গগণ বিদারি চিৎকারে ভারি হয়ে গেছে শ্রীপুরের বাতাস। শীত কাঁপানো পৌষের শুরুতেই চায়ের কাপে উঠছে ঝড়। এই ঝড় থামবে না ৩০ ডিসেম্বরের আগে। হাড় কাঁপনো শীতকে উপক্ষো করে প্রার্থীরা ঘুরছে মানুষের দুয়ারে দুয়ারে। আর প্রার্থীদের পিছে পিছে ঘুরছে তাদের কর্মী, সমর্থকরা। নির্বাচনকে সামনে রেখে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে শ্রীপুরের এই মধ্য জনপদ। আনন্দঘন উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারনা। কেউ বসে নেই, গাঁয়ের চাঁষী, কারখানার শ্রমিক, মধ্যবিত্ত নর-নারী, দুর্বিনীত লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ দলীয় নেতাকর্মী। হাজার হাজার মানুষের বাঁধ ভাঙ্গা মিছিলে ডুবে যাচ্ছে শ্রীপুরের হাট-বাজার, রাস্তা-ঘাট। আবার কখনো গগণ বিদারি চিৎকারে মুখরিত হয়ে উঠছে শ্রীপুরের আকাশ- বাতাস। নির্বাচনী প্রচারনায় থেমে নেই লজ্জাবতি গৃহবধূরাও। সবাই ছুটছে ভোটারদের দুয়ারে দুয়ারে স্ব স্ব প্রার্থীর পক্ষে। পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফিরোজ আহমেদকে মুঠো ফোনে তার নির্বাচনের খবর জানতে চাইলে তিনি বলেন, ভাইরে, মানুষের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করতাছি, সকাল থেকে রাতে, তারা বলছে আছে আমার সাথে। তেমনি পৌরসভার নৌকা প্রতীক নিয়ে মেয়র প্রার্থী আনিছুর রহমানকে নির্বাচনের খবর জিজ্ঞেস করলে, তিনি তার স্বভাব সূলভমুখে হাসিমাখা ভঙ্গিমায় বলেন, এবার নৌকার পালে বিজয়ের হাওয়া বইছে। কেউ তাকে দমাতে পারবে না। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। আমার দৃঢ় বিশ্বাস শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের প্রত্যেখ নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করবেন। কেননা, এই নৌকা নিয়েই আমার স্বাধীনতা পেয়েছি। এই নৌকার পক্ষে আশাকরি সকলেই কাজ করবেন।