ললটি বাঘুরী গ্রামে সেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশন এর উদ্যোগে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত
সোনারগাঁ উপজেলা কাঁচপুর ইউনিয়নে ললটি বাঘুরী গ্রামে সেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশন উদ্যোগে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। আজ ললাটি জনতা বাজারে সকাল ১০ টা হইতে ৩টা পর্যন্ত মো. আলাউদ্দিন সভাপতিত্বে উক্ত রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম সাবেক মেম্বার বাঘুরী , মো. আমিনুল ইসলাম দলিল লেখক, মো. জয়নাল আবেদীন জয়। সমাজ সেবক, মোরশের্দা আক্তার মহিলা মেম্বার, মোতালিব মিয়া , মো. মফিজুল ইসলাম সমাজ সেবক, আব্দুল লতিফ মিয়া সহ সভাপতি আওয়ামীলীগ, মো. নুর মোহাম্মদ সিনিঃ আওয়ামীলীগ কমী, বিল¬াল ভান্ডারী, লোকমান হোসেন সহ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ। যারা নিঃস্বার্থে রক্ত দিয়েছেন ১। মো. ইলিয়াস মিয়া ,২। বিল্লাল ভান্ডারী, ৩। মনির হোসেন, ৪। আহসান উল্লাহ মীর, ৫। আবুল কালাম ,৬। অমিত হাসান, ৭। জোয়েল ,৮। ডা. আমরি হোসেন,৯। অহিদুল ইসলাম , ১০ । মো. শরিপুল ইসলাম ,১১ । আদিল মো. নাহিদ হাসান। ফাউন্ডেশন পক্ষে উপস্থিত ছিলেন শেখ মো. ফয়সাল কো-অডিনেটর, ডা. আসমা বেগম এম.বি.এস, সায়মা আক্তার প্যারা মেডিক , বাপ্পি সাহা প্যারা মেডিক , রিয়াজ সরকার অফিসার সহকারী, ইফতেরাজ রশিদ প্যারা মেডিক , তামজিদুর রহমান প্যারা মেডিক । অনুষ্ঠানটি পরিচালনা করেন আদর্শ ছাত্র পরিষদ পক্ষে আদিল মো. নাহিদ হাসান।