নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এর একটি পোষাক কারখানায় হিস্ট্রিরিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ১৫ শ্রমিক অসুস্থ হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০ টায় ডিএনভি ক্লথিং লিমিটেড নামে একটি পোশাক কারখানায় এ ঘটনাটি ঘটে।
এদের মধ্যে সুফিয়া (৩০), হাসিনা (২৭), সালমা আক্তার (৩৫), জেসমিন (২৮). জোহরা (৩২), সাহিদা (৩০), কামরুন নাহার (২৪), নাসিম(২৬) ও শারমিন (২৩) এর নাম নারায়ণগঞ্জ ৩শত শয্যা হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকিদের স্থানীয়ভাবে ইপিজেড হাসপাতালে চিকিতসা দেয়া হয়েছে। এরা সবাই ফিনিসিং বিভাগে কর্মরত ।
অসুস্থ শ্রমিক সাহিদা জানায়, চলতি মাসের ১৮ তারিখে মাসুদ নামে এক শ্রমিক ফিনিসিং বিভাগে রাতে ডিউটি করার সময় হিট স্ট্রোকে মারা যায়। এর পর থেকে সকলের মাঝে বিরাজ করছিল আতংক। রোববার সকালে সালমা আক্তার নামে এক শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। এরপর অল্প সময়ের মধ্যে একে একে আরো কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে কর্তব্য চিকিতসক তাহমিনা নাজনিন জানান, অসুস্থ হয়ে আসা শ্রমিকরা গণহিস্ট্রিরিয়ায় আক্রান্ত হয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। পর্যাপ্ত বিশ্রামের পর তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।