বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।
তার মেয়ে আইরিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অস্ত্রোপচারের পর থেকে তার বাবাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। অশঙ্কাজনক অবস্থায় শনিবার রাত ৩টার দিকে তার লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
১৪ জানুয়ারি স্পাইনাল কডের (মেরুদণ্ডের হাড়) সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রবীণ এ সাংবাদিক। এরপর ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডের অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আইসিইউতে নেওয়া হয় তাকে। ২২ জানুয়ারি তার জ্ঞান ফেরে এবং তিনি স্যুপ ও পানি পান করেন।