সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে রবিবার সকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এ নেতা।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘খালেদা জিয়া গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধাদের সম্মেলনে বলেছেন, ‘‘মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা দরকার।’’ এ কারণে দেশনেত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে। যাদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের সঠিক তথ্য সরকার কিংবা রাষ্ট্রের কাছে নেই। মুক্তিযুদ্ধে শহীদদের তথ্য না থাকায় তাদের পরিবারের পাশে সময়মতো দাঁড়ানো সম্ভব হচ্ছে না। সঠিক তথ্য থাকলে যথাসময়ে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হতো।’
‘ফৌজদারি কার্যবিধির ১৩৪ (এ) ধারায় রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে, যখন সরকারকে কেউ উচ্ছেদ করার চেষ্টা করবে তখন সেটা হবে রাষ্ট্রদ্রোহিতা। সে অনুসারে দেশনেত্রীর (খালেদা জিয়ার) বক্তব্য রাষ্ট্রদ্রোহী নয়’ যোগ করেন তিনি।
খন্দকার মাহবুব হোসেন, ‘আমরা চাই মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তথ্য থাকুক। তাদের সঠিক তথ্যের অভাবে আজ পর্যন্ত তাদের পরিবারকে সঠিক মূল্যায়ন করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘আগামীতে শহীদদের স্মরণে সঠিক তথ্য রাখা ও সংরক্ষণ করা আমাদের নির্বাচনী অঙ্গীকার হিসেবে থাকবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে আমরা মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তথ্য সংরক্ষণ করব।