বৈঠক চলাকালে কার্যালয়ের নিচ তলায় সাংবাদিকদের ব্রিফিং করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। আমাদের বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। সেই বিষয়গুলো আপনাদের জানাতে এসেছি।
তিনি আরও বলেন, ‘সারাবিশ্বে জ্বালানি তেলের মুল্য হ্রাস হয়েছে। কারণ জ্বালানি তেলের দাম বহু কমে এসেছে। বাংলাদেশে এখন পর্যন্ত মূল্য কমানো হয়নি। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানেও জ্বালানি তেলের দাম কামানো হয়েছে; কিন্ত বাংলাদেশে কমানো হয়নি। এই সভা অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর জোর দাবি জানিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, আজই খালেদা জিয়ার নামে একটি মামলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে। সেটি ছিল একটি বক্তব্যকে কেন্দ্র করে, সে বক্তব্যের ব্যাখ্যাও আমরা দিয়েছি। এর জন্য মামলার অনুমতি দেওয়াকে আমরা মনে করি রাজনৈতিক প্রতিহিংসারই একটা অংশ। এটা উদ্দেশ্যেপ্রণোদিত। সভায় এ জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সাংগঠনিক কার্যক্রম খুব দ্রুত এগিয়ে চলেছে। আগামী মার্চ মাসের মধ্যে জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে ঢাকায়। তারিখ এবং ভেনু আমরা পরবর্তিতে জানাবো।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর গণি গত ১৪ জানুয়ারি ইন্তেকাল করেছেন, সভায় আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে।