শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন দুপুর দু’টায় সোনাগাজীতে সাংসদ রহিম উল্লাহ সাংবাদিক সম্মেলনে যেতে তাঁর সমর্থক স্থানীয় ইউপি সদস্য শিপন ও মানিকসহ বেশ কয়েকজন সহযোগি নিয়ে তাকিয়া বাজারে যায়। এসময় সাংসদ নেজাম হাজারির সমর্থক ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ সেলিম মোটর সাইকেল যোগে ওই স্থান অতিক্রম করার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ খবর ছড়িয়ে পড়লে সেলিম সমর্থকরা জড়ো হয়ে পাল্টা গুলি ছোঁড়ে। এসময় স্থানীয় পল্লি চিকিৎসক রিপন, মুদি দোকানদার মো. নিজাম উদ্দিন, হোটেল শ্রমিক বাচ্চু মিয়া ও ট্রলি চালক মামুন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় রিপনকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্রেভর্তি করা হয়।
অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক শাহ আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সোনাগাজী মডেল থানাভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত।