স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই জাতীয় পার্টি মন্ত্রিসভা ছেড়ে দেয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেছেন, দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দল হিসেবে দেখতে চায়। এজন্য আগামী ইউপি নির্বাচনের আগেই মন্ত্রিসভা ছাড়ার চেষ্টা করা হবে। এছাড়া আগামী কাউন্সিলের মাধ্যমে দলকে শক্তিশালী করা হবে।
সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল প্রস্তুতি কমিটির সভায় শেষে তিনি একথা বলেন। আসন্ন কাউন্সিল সফল করতে জিএম কাদেরকে আহবায়ক এবং রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি ঘোষণা করেছিলেন পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রস্তুতি সভায় রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।