সোনারগাঁয়ে নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করলেন কাঁচপুর ইউপি মহিলা সদস্য পদপ্রার্থী মোসা: হালিমা বেগম
সোনারগাঁ সংবাদদাতা ঃসোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে বইতে শুরুকরেছে নির্বাচনি হাওয়া । এরই মধ্যে সম্ভাব্য সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মাঠে গনসংযোগে ব্যস্ত হয়ে পরেছে । গতকাল শুক্রবার বিকালে কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করতে দেখা গেছে আগামী ইউপি নির্বাচনে কাঁচপুর ইউনিয়নে সম্ভাব্য সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মোসা: হালিমা বেগমা । তার নিজ কার্যালয় থেকে মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে গনসংসংযোগের কাজ শুরু করেন । মোসা: হালিমা বেগমা জানান, তিনি নির্বাচিত হলে কাঁচপুর ইউনিয়নের ৭,৮, ও ৯ নং ওয়ার্ডের অপরাধ মুক্ত রাখার জন্য কাজ করবেন। এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধে তিনি ভূমিকা রাখবেন। এলাকার সকল মানুষের ভালো মন্দ দেখা শুনা সহ মানুষের পারিবারিক সামাজিক যে কোন বিচার শালিশের সুষ্ঠ সমাধানের চেষ্টা করেন ।
।কাঁচপুর ইউনিয়নের ৭ ,৮ , ও ৯ নং ওয়ার্ডের জনগনের জোর দাবিতে এবার সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করবো ।
তিনি দাঁপিয়ে বেড়াচ্ছেন প্রতিটি মানুয়ের ধারে ধারে । চিহিৃত করেছেন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা, সমাধানের প্রতিশ্র“তি দিয়ে নিজেকে উপস্থাপন করছেন স্থানীয় জনতার কাছে।
গনসংযোগ কালে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ সহ সাধারণ জনগনের স্বতস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে । মো. লোকমান হোসেন, মো. আলঙ্গীর হোসেন, মো. খোরশেদ , মো. আবু বক্কর, মো. বিল্লাল, মো. পনির , মো. শরিফ, মো. কালাম, মো. সোহাগ, মো. রাসের, মো. মিলন, মো. সাহাজুদ্দিন, মো. ইমরান, মো. রহিম, মো. মোস্তফা, মো. সবুজ, মো. জাইদুল, মো. আল আমীন , মো. ফজন , মো. আতাউর, মো. নাজির. মো. রতন. মো. ইয়াবুর, রেহান উদ্দিন , মো. মনির সহ শতশত এলাকা বাসী।