বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন মোশাররাফ
২৪ ঘন্টা খবর: তিন বছরের চুক্তিতে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদায় মোশাররাফ হোসাইন ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৪ ডিসেম্বর মোশাররাফ হোসাইনের চাকরির মেয়াদ (অবসরোত্তর ছুটি শুরু) শেষ হওয়ার কথা ছিল। এ জন্য ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এক মাস ১৪ দিন তার লিয়েন মঞ্জুর করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের জন্য একই সঙ্গে তার অবসরোত্তর ছুটিও (১৫ ডিসেম্বর থেকে পরের বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত) বাতিল করা হয়েছে। ১৯৮১ সালের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোশাররাফ হোসাইন ২০১১ সালের ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে যোগ দেন। তিনি বাংলাদেশ সরকারের ২০তম মন্ত্রিপরিষদ সচিব। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসাবে ভূইঞা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)-এর বিকল্প গভর্নর ছিলেন। একপর্যায়ে তিনি আইডিবির নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদের সচিব এবং উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কাজ করেছেন। তিনি দুবাইয়ের বাংলাদেশ মিশনে কমার্শিয়াল কাউন্সেলর ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।