২১শে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে জাহিদ হাসান জিন্নাহ মতবিনিময় সভা
Posted by: admin
February 24, 2016
in Uncategorized
Leave a comment
২১শে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে
সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে জাহিদ হাসান জিন্নাহ মতবিনিময় সভা
সোনারগাঁ সংবাদদাতা: মহান আন্তর্জাতিক মাতৃভাষা ২১শে ফেব্র“য়ারী উপলক্ষ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের অন্তর্গত ফতেপুর যুব সংগঠনের উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সনমান্দি ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুন প্রজন্মের অহংকার, বিশিষ্ট সমাজ সেবক, ন্যায় বিচারক, বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ’র প্রধান অতিথি হিসাবে ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ২১ শে ফেব্র“য়ারী মহান মাতৃভাষা দিবসে সকল শহীদের শ্বরণে আতœার মাগফিরাত কামনাকরে বলেন আজকে আমরা সাবাই বাংলা ভাষায় কথা বলি , এক সময় পাকিস্থানিরা আমাদেরকে জোর করে উর্দ্দু ভাষার কথাবলার জন্য বাধ্য করতেন । আমরা যদি উর্দ্দু ভাষায় কথা বলতান তাহলে আমাদের দেশের কোন উন্নয়ন হতোনা । ভাষা শিখতেই আমাদের অনেক সময় লাগতো । আমরা কাজকর্ম বাদদিয়ে ভাষা শিখতে হতো , যেমন ধরুন আজ থেকে হিন্দি ভাষায় কথা বলুন তাহলে আপনারাকি পারবেন ! পারবেনা , তাই সেই সময় ছালাম, জব্বর , রফিক, বরকত আরো অনেকেই আমাদের জাতির উন্নয়নের জন্য আমাদের বাংলাভাষার জন্য জীবন দিয়েছেন। তিনি আরো বলেন আমি আপনাদের এলাকার সন্ত্রান , আল্লাহর রহমতে যদি আমি নির্বাচিত হই তাহলে আপনাদের পরামর্শ ও সহযোগীতা নিয়ে সনমান্দি ইউনিয়নের রাস্তা ঘাট, কালর্ভাট, ব্রীজ এবং স্কুল কলেজ ,মাদ্রাসা উন্নয়ন করব । আমার কাছে কেহ খালি হাতে ফেরত আসেনা , আমি সর্বধাই চেষ্টা করি গরিব দু:খী মানুষের পাশে থাকতে । উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে মো. খন্দকার আমিনুল হক, হাজী জসিমউদ্দিন চৌধুরী, শাহজাহান ভূইয়া, আলী আক্কাস,কাওসার ভূইয়া, মো. হাসমত আলী, মো. সোলায়মান সুজন, আলী নুর বেপারী, মিজানুর রহমান মো. সাজু আহমেদ প্রমুখ । উক্ত সভায় সভাপতিত্ব করেন মো. শফি উদ্দিন বেপারী ।
2016-02-24