মদনপুর ইউনিয়নবাসীর উন্নয়নে সারাজীবন কাজ করে যাব -মো. কাবিল হোসেন
Posted by: admin
February 24, 2016
in Uncategorized
Leave a comment
কামাল উদ্দিন ভূইয়াঃ অবহেলিত জনগনের নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সন্ত্রাস ও মাদকমুক্ত মদনপুর ইউনিয়ন গড়তে চান, মদনপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুন সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়িক -মো. কাবিল হোসেন । তিনি বলেন মদনপুর ইউনিয়নবাসীর উন্নয়নে সারাজীবন কাজ করে যাব যাবেন। মো. কাবিল হোসেন একান্ত সাক্ষাতকারে নানা বিষয় নিয়ে কথা তুলে ধরেন ।
মো. কাবিল হোসেন পেশায় একজন ব্যবসায়িক । ব্যাক্তিগত জীবনে ব্যবসায়ীদের অনেক সংগঠনের সঙ্গে সফল ভাবে কাজ করে পরিচিতি পেয়েছেন । বিভিন্ন মহলে অর্জন করেছেন ব্যাপক সুনাম । মো. কাবিল হোসেন সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। গরীব-দুঃখী ও অসহায় মানুষের সাহায্য সেবায় তার দানের হাত প্রসারিত দীর্ঘদিন থেকে। অনেক কন্যাদায়গ্রস্ত পিতা-মাতাকে সাহায্য-সহযোগিতা করেছেন। রোজা,ঈদে,পুঁজায় ধর্মীয় সম্প্রীতির প্রতিফলন ঘটে তার আর্থিক সহযোগীতায় দরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটে। মানব সেবাই বড় ধর্ম এই কথাটি তার মুখে প্রায় বলতে শুনা যায়। মানুষের সেবা করতে হলে মানুষের কাছে যেতে হবে । তিনি দাঁপিয়ে বেড়াচ্ছেন ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুয়ের ধারে ধারে । চিহিৃত করেছেন ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সমাধানের প্রতিশ্র“তি দিয়ে নিজেকে উপস্থাপন করছেন স্থানীয় জনতার কাছে।
2016-02-24